কম্পিউটার হ্যাং করলে কি করবেন ???

 আমাদের কম্পিউটার গুলো প্রায় ই হ্যাং হয়ে যায় । আর আমরা কিছু না বুজেই কম্পিউটার Restart করি । এতে অপারেটিং  সিস্টেম এর অনেক ক্ষতি হয় । আসুন একটা সহজ সমাধান দেখে নেই ।
আপনাকে Task Manager প্রোগ্রামটি চালু করতে হবে। হ্যাং করলে আপনি একসাথে Ctrl+Alt+Del চাপুন । চালু হতে একটু সময় লাগলেও অপেক্ষা করুন। এবার Application ট্যাব এ যান।


Task এবং Status লিখা আছে এবং Task এর নিচে লিখা আছে সেই অবস্থায় চালু প্রোগ্রামগুলোর নাম। এবার দেখুন কিছু task এর পাশে Status এর নিচে Not Responding লিখা আছে। এবার ঐ সব প্রোগ্রামে ক্লিক করুন তারপর End Task এ ক্লিক করুন ।তাহলে ঐ প্রোগ্রাম টি বন্ধ হয়ে যাবে ।
দেখবেন কিছু সময়ের মধ্যেই হ্যাং হতে মুক্তি লাভ করেছে আপনার কম্পিউটার।
তাহলে এখন থেকে কম্পিউটার হাং হলে আমরা আগে এই কাজটি করবো । শুধু শুধু Restart দিব না ।
সবাইকে ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন