Computer tricks লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Computer tricks লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১০ টি অ্যান্টিভাইরাস সিরিয়াল কী সহ

আজকে আপনাদেরকে দিব ১০ টি অ্যান্টিভাইরাস এর ডাউনলোড লিংক সিরিয়াল কী সহ । আপনার কোনটা লাগবে দ্রুত ডাউনলোড করে নিন । 


১. USB Disk Security 6.0.0.126 Full 

2.AVG PC Tuneup 2011 10.0.0.25 Final Portable

3.Kespersky internet security 2012 এবং   সিরিয়াল কী 

কীবোর্ড চাপলে মজার সাউন্ড হবে ।

মজাদার এই সফটওয়্যারটি ইন্সটল করলে আপনি যাই টাইপ করুন না কেন মজার মজার সাউন্ড হবে। প্রতিটি কি চাপার সাথে সাথে এটাও শব্দ করতে থাকবে ।আপনি বিভিন্ন স্কেল পরিবর্তন করে টোনের সাউন্ড পরিবর্তন করতে পারবেন। টাইপ করতে আর বিরক্তি আসবে না।

ডাউনলোড লিংক
http://www.mediafire.com/?s88gf1o6yo8dva3

চমৎকার ট্রিকস !!! যে কোন ওয়েবপেজ এডিট করুন !!! আর সবাইকে চমকে দিন !!!

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
আজকে আপনাদের সাথে চমৎকার একটি ট্রিকস শেয়ার করবো । আশা করি আপনাদের ভাল লাগবে ।
যে কোন ওয়েবপেজ আপনি অতি সহজে এডিট করতে পারবেন ।

আপনার ব্রাউজার এর এড্রেস বার এ গিয়ে নিচের কোড টি লিখে এন্টার চাপুন ।

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void alert("WebPage Editor Powered by linkwithb.blogspot.com")

মোজিলা ফায়ারফক্স ১৫.০.১ (latest one just awasome)


মোজিলা ফায়ারফক্স ১৫.০.১ একটি অসাধারণ ব্রাউজার।
এটি মোজিলা ফায়ারফক্স ১৫.০ এর পরের ভার্সন।
গত ৭ সেপ্টেম্বর এটি রিলিজ পেয়েছে।
যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা এর গুনাগুন সম্পর্কে জানেন ই।
যারা ব্যবহার করেন নাই তারা তাড়াতাড়ি ডাউনলোড করুন আর দেখুন ফায়ারফক্স বাবহারের মজা।
মোজিলা ফায়ারফক্স এর এই ভার্সনটি নতুন রিলিজ পেয়েছে।
এটাতে রয়েছে private browsing এর সুবিধা।

উইন্ডোজ সেভেন সেটাপ (Windows 7 Setup) করুন নিজেই

Windows Setup এর আগে C: Drive/Desktop/Documents এর সকল গুরুত্বাপূর্ণা File অন্য Drive সরিয়ে রাখুন। কারন Windows Setup এর কারনে ঐ সব জায়গার সকাল File চিরতরে হারিয়ে যাবে।
Step-1: BIOS (BASIC INPUT OUTPUT SYSTEM) Setup
Computer এর Power সুইচ টিপ দেওয়ার পর Display আসার সাথে সাথে F2/Del Key চেপে BIOS এ প্রবেশ করতে হবে।

সফটওয়্যার ছাড়াই তৈরি করুন আইকন !

“ICON/আইকন শব্দটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আইকন বলতে বোঝায় কম্পিউটারের ফাইলগুলোর একটি ব্যাহ্নিক চিত্র রূপ যা একটি নিদৃষ্ট ফাইলের বিশেষত্ব বহন করে। আইকন তৈরি করা কঠিন মনে হলেও আপনি ইচ্ছা করলে খুব সহজেই আইকন তৈরি করতে পারবেন। এর জন্য আলাদা কোন সফটওয়্যারের প্রয়োজন নেই 

নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন সফটওয়্যার ছাড়া

অনেক সময় আমরা কোথাও যেয়ে  এবং অন্য পিসিতে কাজ করার  প্রয়োজন পরে সেখানে তাদের সিস্টেমের আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন  ইনস্টল না থাকায়  কাজ করা সম্ভব না .।এখানে একটি দারুন টিউটোরিয়াল আপনার নিজস্ব পোর্টেবল অ্যাপ্লিকেশন কোন ইনস্টল করার  দরকার নাই pendrive দিয়া ব্যবহার করতে পারবেন।

অন্যের পেন-ড্রাইভ থেকে গোপনে ফাইল কপি করুন

এই পোস্ট টি পেন-ড্রাইভ এর উপর।

আমার এই পোস্ট টি কার ক্ষতি করার জন্য না। সফটওয়্যার টি দিয়ে কেউ কার ক্ষতি করলে বা কারো গোপন তথ্য চুরি করলে তার জন্য আমি দায়ী না।
অনেক সময় দেখা যায় যে আমাদের একটা জিনিস প্রয়োজন যা অন্যের পেন-ড্রাইভ এ আছে কিন্তু সে 

কম্পিউটার হ্যাং করলে কি করবেন ???

 আমাদের কম্পিউটার গুলো প্রায় ই হ্যাং হয়ে যায় । আর আমরা কিছু না বুজেই কম্পিউটার Restart করি । এতে অপারেটিং  সিস্টেম এর অনেক ক্ষতি হয় । আসুন একটা সহজ সমাধান দেখে নেই ।
আপনাকে Task Manager প্রোগ্রামটি চালু করতে হবে। হ্যাং করলে আপনি একসাথে Ctrl+Alt+Del চাপুন । চালু হতে একটু সময় লাগলেও অপেক্ষা করুন। এবার Application ট্যাব এ যান।

সহজেই ইউএসবি ডিক্স বা পেনড্রাইভ ফরম্যাট করা

বিভিন্ন কারণে ইউএসবি ডিক্স (ফ্লাশ ডিক্স)/পেনড্রাইভ ফরম্যাট করার প্রয়োজন পরে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিক্স ফরম্যাট হয় না।
এমনকি উইন্ডোজের ডিক্স ম্যানেজমেন্ট বা ডস থেকেও ফরম্যাট করা যায় না। ফলে বেশ ঝামেলাই পরতে হয়। ডিক্স ম্যানেজমেন্ট থেকে ফরম্যাট করার উপায় দেখুন
তবে হাতের কাছে যদি ‘এইচপি ইউএসবি ডিক্স স্টোরেজ ফরম্যাট টুল’ থাকে তাহলে ইউএসবি ডিক্স ফরম্যাট করা সহজ হয়ে যায়

উইন্ডোজ এর Welcome Screen এ যুক্ত করুন নিজস্ব মেসেজ

এক্ষণ থেকে আপনি পারবেন উইন্ডোজ এর Welcome Screen এ নিজস্ব মেসেজ দিতে ।
নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ ।
  • ১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন।

শক্তিশালী,সুরক্ষিত ও স্মরণযোগ্য পাসওয়ার্ড তৈরি করার টিপস

মরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু এই পাসওয়ার্ড যদি যথেষ্ট শক্তিশালী,সুরক্ষিত না হয় তাহলে হ্যাক হবার সম্ভাবনা থাকে । আবার সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের বড় সমস্যা হচ্ছে তা ভুলে যাওয়া। তাই আপনাদের এমন একটি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেব যা সবাইকে উপরোক্ত সমস্যা থেকে মুক্তি দিবে।

শক্তিশালী,সুরক্ষিত পাসওয়ার্ড এর কিছু বৈশিষ্ট্যঃ 

  • পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে ৮ ডিজিট হতে হবে

কীবোর্ড এর মত শর্টকাট কি এখন মাউস এ | ক্লিকেই সব হবে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।কীবোর্ড এর মত শর্টকাট ব্যবহার করতে পারবেন এক্ষণ মাউস ক্লিকেই ।
সাধারণত মাউসে দুইটা বাটন থাকে। এখনকার কতক মাউসে তিন থেকে পাঁচটা বাটন থাকে তবে ডান এবং বাম বাটন ছাড়া বাকীগুলার নির্দিষ্ট কিছু কমান্ড নির্ধারিত থাকে। কিন্তু আপনি চাইলে মাউসের যেকোন বাটনে ইচ্ছামত কমান্ড নির্ধারণ করে দিতে পারেন।

আপনার কম্পিউটারের USB Port বন্ধ করে দিন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আপনাদের আজ কম্পিউটারের USB Port বন্ধ করা শিখাব । 
আপনার কম্পিউটারের ইউএসবি ডিভাইস লাগালে তা Show করবে না ! এই কাজটি করা গেলে একটু মজা হত । তাহলে এবার শিখে নিন কিভাবে করতে হয় ।
প্রথমে আপনার কম্পিউটারের Desktop এর My Computer এর উপর Mouse এর Right button ক্লিক করুন। তারপর Manage এ ক্লিক করুন। 

কম্পিউটারের সাধারণ কিছু ত্রুটি এবং সমাধান। মিস কইরেন না।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আজকে একটা চরম টিপস দিলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু।
১.  মনিটরের আলো জ্বলা/নিভাঃ
মনিটর ক্যাবল, ডেটা ক্যাবল, র‍্যাম, ডিসপ্লে কার্ড, সিপিইউ এর সকল কানেকশন ঠিক মত লাগাইতে হবে।
২. অনবরত ৩টা শব্দঃ
র‍্যামের সংযোগে সমস্যা আছে। পুনরায় র‍্যাম লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।
৩. শুধু ৩টা শব্দঃ
গ্রাফিক্স কার্ডের সংযোগে সমস্যা আছে। পুনরায় লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।
৪. দীর্ঘ সময় ধরে ৩টা শব্দঃ
বাইওস অথবা র‍্যাম এর সমস্যা আছে।
৫. অনবরত শব্দঃ
কিবোর্ডের কোনো কী-তে চাপ পরে আছে।

৬. মনিটরে ডিসপ্লে নাইঃ
হার্ড ডিস্ক এর সংযোগ সঠিক ভাবে লাগানো হয়নি। পুনরায় লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।
৭.  হার্ড ডিস্কের পার্টিশন দেখাচ্ছে নাঃ
হার্ড ডিস্কের ফরম্যাট মাদারবোর্ড কে সাপোর্ট করতেছে না।
৮. রেজিস্ট্রি ভুলঃ
অনাকাংক্ষিত ভাবে কম্পিউটার বন্ধ করা হয়েছে।পুনরায়, অপারেটিং সিস্টেম দিতে হবে।
৯. হার্ড ডিস্ক পাচ্ছে নাঃ
হার্ড ডিস্ক এর সযোগ পাইনি।