যেভাবে মোবাইল থেকে মোবাইলে ফ্রী কথা বলবেন


**যেভাবে মোবাইল থেকে মোবাইলে ফ্রী কথা বলবেন**

মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল করার কয়েকটি সেরা সফটওয়্যার দেয়া হল। এগুলোর মধ্যে আপনি পছন্দ অনুযায়ী যে কোন একটি সফটওয়্যার ডাউন লোড করে আন লিমিডেট কথা বলুন।
সফটওয়্যার গুলো ব্যবাহারের নিয়ম:

১) যার সাথে কথা বলবেন তার মোবাইলেও এই সফটওয়্যারটি ইন্সটল করতে হবে।
২) উভয়ের ইউজার পরস্পরে ফ্রেন্ড লিস্টে এড থাকতে হবে।


৩) উভয় পক্ষে নেট থাকতে হবে। তাছাড়া প্রত্যেকটির ওয়েব সাইটে সেগুলো ব্যাবহারের বিস্তারিত নিয়ম-কানুন লিখা আছে।
যাদের আত্মীয় স্বজন বিদেশেথাকেন। তাদের জন্য এ পদ্ধতিতে কথা বলা খুবই লাভ জনক। কারণ, বিদেশ থেকে কল করতে অনেক পয়সা ব্যায় করতে হয়। কিন্তু এখানে উভয় পক্ষে সামান্য পয়সা খরচ করে ইন্টারনেট প্যাকেজ কিনে যত খুশি কথা বলা যায়। কোনটিতে চ্যাটিং এবং কোনটিতে ছবি, ভিডিও,অডিও ইত্যাদি শেয়ার করে পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব হয়।
নিচে নাম সহ ডাউনলোড লিংক দেওয়া হল:
ডাউনলোড করতে skip add এ ক্লিক করুন ।

১.নিমবাজ: আন লিমিটেড কল, চ্যাট, চ্যাট রুম, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং। yahoo সহ gtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারগুলোতে কল। sip call সাপোর্ট।
Download link: http://www.nimbuzz.com/en

২.স্কায়পী: আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং।
Download link: http://www.skype.com/intl/en-us/get-skype/on-your-mobile/download/
৩.টকোনাউট: আন লিমিটেড কল ও চ্যাট।
Download link: http://www.talkonaut.com/
৪.বারা ব্লু: আন লিমিটেড কল ও চ্যাট। মোবাইল টু পিসি ভিডিও কল সাপোর্ট।
Download link: http://www.barablu.com/pages/home-1.aspx
৫.মোকল: আন লিমিটেড কল।
Download link: http://www.mo-call.com/en/mobile-voip/
৬.গিজমো ফাইভ: আন লিমিটেড কল।
Download link: http://www.getjar.com/mobile/14519/gizmo5/
৭.টিভি ফোন: আন লিমিটেড কল ও চ্যাট। ৩জি থাকলে আন লিমিটেড ভিডিও কল
Download link: http://www.tivi.com/en/tech/voipsoft.php
৮.টেল ফ্রি: আন লিমিটেড কল, চ্যাট, এস এম এস ও ইমেইল।
Download link: http://mobile.telfree.com/
৯.ফ্রিং: আন লিমিটেড কল, (৩জি বা ওয়াইফাই থাকলে) ভিডিও কল, চ্যাটিং, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং। gtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারে কল। ইয়াহু কল এখনো সাপোর্ট করে না। sip call সাপোর্ট।
Download link: http://www.fring.com/

সবার জন্য শুভ কামনা!!!!

1 টি মন্তব্য:

  1. Tremendous things here. I am very happy to peer your post.
    Thank you a lot and I'm taking a look forward to touch you.
    Will you please drop me a mail?

    Here is my blog post ... successful forex traders

    উত্তরমুছুন