Photoshop learn লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Photoshop learn লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আপনার ছবিতে কোট, টাই এবং স্যুট পরিয়ে দিন ফটোশপে

বন্ধুরা যারা স্টুডিওতে কাজ করেন তাদের জন্য পি.এস.ডি ফরমেটের ১৪টি রেডিমেইড ফাইল নিয়ে এসেছি। শুধু আরেক জনের ছবির মাথার অংশটা কেটে এখানে বসিয়ে দিবেন । ব্যাস দুই মিনিটেই আপনার কাজ শেষ হয়ে যাবে।

যারা ফটোশপের কাজ জানেন না; তারা নিশ্চয় মনে মনে আফসোস করছেন :(  । না বন্ধুরা আফসোসের কোন কারন নাই,
> এখান থেকে PSD ফাইলটি ফটোশপে ওপেন করুন,

ফটোশপ বেসিক টিউটোরিয়ালঃ

ফটোশপ !!! জিনিস তাকে সবাই চিনি কিন্তু অনেকেই পারি না।
আমরা অনেকেই ফটোশপ এর বেসিক না জেনেই অনেক বড় বড় এফেক্ট এর টিউটোরিয়াল এ হাত দেই। যেইটা করা উচিত না।এতে একে তো এফেক্ট ও ঠিক মতো হয় না । আবার কাজ না পেরে ফটোশপ কে অনেক কঠিন মনে হয় ।   তাই আমরা এখানে একদম সাধারণ বেসিক শিখবো



 ফটোশপে কাজ করব আর ফটোশপের বাড়িটাকে ভালভাবে চিনব না,তা কি হয়? আর তাছাড়া কাজের জায়গাটির কোথায় কি আছে তার খুঁটিনাটি ভালভাবে জানা না থাকলে কাজ করতেও

ছবি এডিট করা কত সহজ ! প্রফেশনালদের মতো এডিট করুন

আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো

ফটোশপে সাদাকালো ছবিকে নিমিষে রঙিন করে তুলুন

অ্যাডবি ফটোশপ দিয়ে ইচ্ছে করলে যেকোনো সাদাকালো ছবি রঙিন করা যায়। কাজটি আপনি নিমিষের মাঝে করতে পারবেন। ঘরে জমে থাকা সাদাকালো ছবিগুলোর মাঝে প্রাণ ফিরিয়ে এনে চমকে দিতে পারেন পরিবারের সবাইকে। আপনি যদি খুব বেশি পারদর্শী না হয়ে থাকেন তবুও কাজটি আপনি করতে পারবেন খুব সহজে। বিস্তারিত বলে দিচ্ছি আপনাদের।
১। এ জন্য প্রথমে যে ছবিটি রঙিন করবেন প্রথমে তা ফটোশপের মাধ্যমে খুলুন।
২। এবার Image/Mode থেকে CMYK Colour নির্বাচিত করুন।

ফটোশপে বাংলা লিখবেন খুব সহজে

যাঁরা অ্যাডোব ফটোশপে ছবি নিয়ে বিভিন্ন কাজ করে থাকেন, তাঁরা প্রায়ই বাংলা লিখতে গিয়ে একটা সমস্যায় পড়েন। সেটা হলো বাংলা লেখার সফটওয়্যার ‘অভ্র’ দিয়ে কোনো শব্দ লিখলে সেটা কপি করে অ্যাডোব ফটোশপে নিলে তা আর পড়া যায় না। লেখার ফন্টগুলো নষ্ট হয়ে যায়। এর কারণ হলো, অ্যাডোব ফটোশপ ইউনিকোড সমর্থন করে না। এ সমস্যা এখন আর কোনো ব্যাপারই নয়।
আপনি চাইলেই অভ্র দিয়ে লেখা যেকোনো