Joks

1)    ছেলেরা “ ফ্রেন্ডশিপ” শব্দটা ব্যাবহার করে ভালোবাসা শুরু করতে. .
    .
    .
    .
       আর মেয়েরা “ ফ্রেন্ডশিপ” এর কথা বলে ভালোবাসা শেষ করতে..


2)  মেয়েদের ক্ষেত্রে প্রেমে পড়ার কিছু লক্ষণ :
    ১. ঘন ঘন বারান্দায় গিয়ে দাড়ানো.
    ২. সাজগোজের প্রতি বেশি নজর দেয়া।
   ৩. কোনো কোনো পোশাকের প্রতি অতিশয় দূর্বলতা থাকা
   ৪. একটু পর পর আয়নায় নিজেকে দেখা।
   ৫। কোথাও যাওয়ার আগে ওড়না ঠিক আছে কি না সেটা বার বার দেখা এবং অকারণে ওড়না ঠিকঠাক করা।
   ৬ । টিভিতে প্রেম বিষয়ক জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যাওয়া।


   ৭। দরজা বন্ধ করে রাখার প্রবণতা তৈরি হওয়া।
   ৮। বাসায় সাজগোজের যন্ত্রপাতির আধিক্য দেখা যাওয়া।
   ৯। যার কোনোদিন ঘুমের সমস্যা ছিল না তার ঘুম না হওয়া।
   ১০ । বেশি আহ্লাদি হয়ে যাওয়া।
 
3) 
 দাদা : তার নাতীকে বলছে,
  যা পালা তাড়াতাড়ি তুই
  আজকে স্কুলে যাস
  নাই তাই তোর
  টিচার বাড়িতে আইছে
...

  নাতী : আমি পালামু না তুমি
  বরং পালাও
  কারণআমি স্যারকে
  বলেছি আমার
  দাদা মারা গেছেতাই
  স্কুলে যাইনাই :P
 
4)   এক গাধা জঙ্গলে বসে কাঁদছে।
অন্য এক গাধা রাস্তা দিয়ে যাচ্ছিল।
২য় গাধা: কী হলো, কাঁদছ কেন?
১ম গাধা: আমি আগে এক ধোপার বাড়িতে কাজ
করতাম, সে বাড়ির কথা খুব মনে পড়ছে।
২য় গাধা: মালিক বুঝি তোমাকে খুব আদর করত?
১ম গাধা: না, খুব মারত।
২য় গাধা: তাহলে কাঁদছ কেন?
১ম গাধা: ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।
২য় গাধা: কী রকম?
...
১ম গাধা: মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত,
আর বলত, ‘তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব,
তবু ওই বখাটেটাকে মেনে নেব না !’ :P
 
5)  
দুই পিচ্চির কথোপকথনঃ

১ম পিচ্চিঃ জানিস, আমাদের না শুধু আত্মীয়স্বজনদের মধ্যেই বিয়ে হয়...!!

২য় পিচ্চিঃ কেমনে কী??

১ম পিচ্চিঃ এই যে, আমার আব্বু আম্মুকে বিয়ে করেছে, মামা মামীকে, চাচা চাচীকে...................!! :P

6)        স্বামী : আমার মনে হয় আমাদের মেয়ে
             কারো সাথে প্রেম করে !

                 স্ত্রী :তোমার এমন মনে হল কেন?

                       স্বামী : না, ইদানিং ও আমার কাছ থেকে
                          কোন টাকা-পয়সা চায়না তাই মনে হল :P
7)     রুগি: ডাক্তার সাব
                 আমাকে কি বেহুশ করার জন্য
                ইনজেকশন দিচ্ছেন?

                  ডাক্তার: জী হ্যাঁ ।

                রুগি: তাহলে একটু অপেক্ষা
                 করুন আমার পকেটের
                 টাকাগুলি একটু গুনে রাখছি,
                  যা দিনকাল
                পড়ছে কাউকে তো বিশ্বাস
               করা যায় না । :P

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন