ছবি এডিট করা কত সহজ ! প্রফেশনালদের মতো এডিট করুন

আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো

এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।
এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো PhotoInstrument। মাত্র ৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের মতো সাধারন ব্যবহারকারিদের জন্য ফটোশপের বিকল্প।

যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ

  1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই। ;)
  2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
  3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
  4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন। :P
  5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
  6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
এছাড়া আরো কত কি!
এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।
ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।

আগে
 পরে
 আগে    পরে





ডাউনলোড লিঙ্কঃ

 http://adf.ly/DEPNw (click and wait 5 second for skip ads and then download this file)

মাত্র ৪ মেগাবাইট। এটা আগেই ফুল ভার্শন করা তাই শুধু ইন্সটল করলেই ফুল ভার্শন হয়ে যাবে।
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন