আপনার ছবিতে কোট, টাই এবং স্যুট পরিয়ে দিন ফটোশপে

বন্ধুরা যারা স্টুডিওতে কাজ করেন তাদের জন্য পি.এস.ডি ফরমেটের ১৪টি রেডিমেইড ফাইল নিয়ে এসেছি। শুধু আরেক জনের ছবির মাথার অংশটা কেটে এখানে বসিয়ে দিবেন । ব্যাস দুই মিনিটেই আপনার কাজ শেষ হয়ে যাবে।

যারা ফটোশপের কাজ জানেন না; তারা নিশ্চয় মনে মনে আফসোস করছেন :(  । না বন্ধুরা আফসোসের কোন কারন নাই,
> এখান থেকে PSD ফাইলটি ফটোশপে ওপেন করুন,


> আর একটি ছবি থেকে Lasso Tool এর মাধ্যমে প্রয়োজনীয় অংশ সিলেক্ট করুন,
> তার পর কপি করে এই ফাইলটির ওপর ছেড়ে দিন।
> Ctrl+T চেপে ছোট-বড় করে সমান ভাবে বসিয়ে দিন।
> একটু ঠান্ডা মাথায় চেষ্টা করলেই হয়ে যাবে

তারপরও নিরাশ হওয়ার কিছু নাই; আগামী পর্বে ইনশা-আল্লাহ স্কীনস্যুটসহ বিস্তারিত একটা টিউটোরিয়াল পোষ্ট করার জন্য চেষ্টা করবো।
কারন ফটোশপ নিয়ে এর আগে আমি তেমন কোন পোষ্ট করি নাই। তাই ভাবছি কয়েকটা এবিষয় নিয়ে পোষ্ট রাখবো। এবিষয়ে পোষ্ট করলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
                     ডাউনলোড লিংক >>http://www.mediafire.com/?tunnxa4nydyntks

 ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন। সেখানেই ১৪টি ফাইল পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে;

৩টি মন্তব্য: