Mobile tricks লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Mobile tricks লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সীমের নম্বর বের করতে পারবেন এক নিমিষে

 আমার মনে হয় বর্তমানে এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা যার মোবাইলের সীম 1টা।

 আপনার কি মনে হয়? ঠিক আমার মত তাই না? হাঁ তাই। বিভিন্ন মোবাইল কোম্পানী কলচার্জের উপর একটু ছাড় প্রদান করে দিনের বিভিন্ন সময়ে, এক অপারেটরের ছাড়ের সাথে অন্য অপারেটরের ছাড়ের সময় মেলেনা তাই বাধ্য হয়ে আমাদের প্রায় সব কোম্পানীর মোবাইল সীম ব্যবহার করতে হয়। এবং নতুন সীম ক্রয়ে বিশেষ সুবিধা যেমন টক টাইম, এস এম এস, ইন্টারনেট ইত্যাদি ফ্রি পেতে আমাদের অনেক সময় অনিচ্ছা সত্তেও নতুন সীম কিনতে হয়। এমনি ভাবে আমাদের আনেকের কাছে 30 টা

Java সফটওয়্যার দিয়ে SSC রেজাল্ট দেখুন

 আজ ২০১২ সালের এস.এস.সি পরিক্ষার ফলাফল প্রকাশিত হবে।
ফলাফল পাওয়া যাবেঃ 
http://www.educationboardresults.gov.bd/  এই ওয়েবসাইটে 

কিন্তু ঐ সাইটের ব্যান্ডউইথ তুলনামূলক কম থাকায় অনেকেই রেজাল্ট দেখতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়।আর মোবাইল দিয়ে তো সাইটে ধোঁকাই যায় না । 
তাই সাইটে ভীর না করে জাভা সফট দিয়ে দেখে নিন রেজাল্ট ।
আপনার Java এনাবল মোবাইলে নিচের সফটওয়্যার ইনষ্টল করুন। এটা দিয়ে SSC, HSC রেজাল্ট দেখতে  পারবেন।

Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে

Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ)

অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block

যেভাবে মোবাইল থেকে মোবাইলে ফ্রী কথা বলবেন


**যেভাবে মোবাইল থেকে মোবাইলে ফ্রী কথা বলবেন**

মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল করার কয়েকটি সেরা সফটওয়্যার দেয়া হল। এগুলোর মধ্যে আপনি পছন্দ অনুযায়ী যে কোন একটি সফটওয়্যার ডাউন লোড করে আন লিমিডেট কথা বলুন।
সফটওয়্যার গুলো ব্যবাহারের নিয়ম:

১) যার সাথে কথা বলবেন তার মোবাইলেও এই সফটওয়্যারটি ইন্সটল করতে হবে।
২) উভয়ের ইউজার পরস্পরে ফ্রেন্ড লিস্টে এড থাকতে হবে।

আপনার নিজের মোবাইল নম্বর থেকে ফ্রি SMS পাঠান

BINU মোবাইল এসএমএস সফট্‌ওয়ার দিয়ে খুব সহ নিজের মোবাইল নম্বর থেকে বিনামূল্যে এসএমএস পাঠান যায়। সেই জন্যে প্রথমে আপনার মোবাইলে বিনু সফট্‌ওয়ার ইন্সটল করে নিতে হবে।
 সফট্‌ওয়ারটি সম্পূণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এখান থেকে m.binu.com

মোবাইলে FM রেকর্ডার নেই? এবার রেকর্ড করুন জাভা সফটওয়ার দিয়ে

আজকে আপনাদেরকে  সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর সাহায্যে আপনি মোবাইলে এফএম রেকর্ড করার ব্যাবস্থা না থাকলে এফ রেকর্ড করতে পারবেন।
চলুন শুরু করা যাক।

এটি খুবই ছোট সফটওয়ার।এর সাইজ মাত্র ১০ কিলোবাইট।তাতে কি?কথায় আছে না ছোট মরিচের আরো ঝাল বেশী।এই সফ্টওয়ার ও ঠিক তেমনি।এই সফটওয়ার দিয়েও রেকর্ড করতে

মোবাইলে বাংলা লিখার সাহজ উপায় । কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার না করেই মোবাইলে বাংলা লিখুন ।

আমাদের দেশে বেশির ভাগ মোবাইল ফোনই বাংলা সমর্থিত নয়। ফলে ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে বাংলা লিখতে পারেন না।

এই সমস্যা সমাধানে    
 http://www.banglatext.com/ 

প্রথমে এই ওয়েবসাইট এ যান । Enter Text বক্সে ইংলিশ ওয়ার্ড এ বাংলা কথা গুলো লিখুন । তারপর   Convert বাটন এ ক্লিক করুন । দেখুন আপনার লেখাটা অটো বাংলায় রূপান্তরিত হয়েছে ।

সব কাজ সার্ভারেই হয়ে থাকে বিধায় যেকোনো মোবাইলেই বাংলা লেখা সম্ভব। এর জন্য জাভাস্ক্রিপ্ট সমর্থিত ব্রাউজারের প্রয়োজন নেই। কোনো প্রকার সফ্টওয়্যার ব্যবহার না করেই মোবাইল বাংলা লিখুন ।

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ???

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ???
আমরা অনেক সময় মোবাইলের ডিফল্ট সিকিউরিটি কোড পরিবর্তন করে ফেলি । কিন্তু যদি মোবাইলের সিকিউরিটি  ভুলে যাই তখন ফ্লাশ দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না ।  কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এমন একটি পদ্ধতি যা ১০০% কাজ করবে । এজন্য আপনার যা প্রয়োজন :
1. একটি কম্পিউটার ।
2. আপনার মোবাইলের ডাটা কেবল ।
3. একটি সফটওয়্যার ।

S40 মোবাইল দিয়েও লকড মেমোরী কার্ড Unlock করতে পারবেন!!!!

আজ আমি আপনাদের শেখাবো কিভাবে s40 মোবাইলের লকড মেমোরী কার্ড আনলক করতে হয়।
 যেভাবে করবেনঃ

১ম ধাপঃমেমোরী কার্ড টি আপনার s40 মোবাইলে ঢুকান।
২য় ধাপঃএবার গ্যালারী তে গিয়ে মেমোরী কার্ড এর উপর হাইলাইট রাখুন।

অপেরা মিনি দিয়ে ফেইসবুকে লাইক/কমেন্ট করুন লোডিং ছাড়াই

Opera mini দিয়ে যখন facebook এর কোন জায়গায় comment/like করা হয়, তখন page টা আবারো loading হয় । আর এই কারণে অনেকেই opera mini এর বদলে UC browser ব্যাবহার করে । কিন্তু opera mini তেই এর সমাধান আছে । এখন আমি এর সমাধান দিচ্ছি…
আমি এখানে opera mini 6.5 ব্যাবহার করেছি… ১. প্রথমে address bar এ opera:config অথবা config: লিখে ok দিন

FREE Call করুন মোবাইল থেকে মোবাইলে Fring দিয়ে

Fring সফটওয়্যারটি দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ফ্রী ভিডিও কিংবা অডিও কল করতে পারবেন। আপনি যার সাথে কথা বলবেন তার ফোনে ও এই সফটওয়্যারটি থাকতে হবে। এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।এই সফটওয়্যারটি নোকিয়া সহ যে কোনো ব্র্যান্ডের সিম্বিয়ান ফোনে ব্যাবহার করতে পারবেন। Fring সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনি একটি অ্যাকাউন্ট খুলুন। এরপর আপনি যার সাথে কথা

ওপেন না করে মেসেজ পড়ুন

অন্য কারো মোবাইল এ মেসেজ এলে খুব পড়তে ইচ্ছে করে । কিন্তু মনে হয় মেসেজ পড়লে যদি কিছু মনে করে ...। না , এখন আর কিছু মনে করবে না । ওপেন না করে মেসেজ পড়তে পারবেন এখন থেকে ।

এবার জাভা ফোনেই করুন একসাথে একাধিক কাজ!! সুপার টিপস

সিমবিয়ানের মাল্টি টাস্কিং সুবিধা দেখে অনেক জাভা ফোন ইউজারের হিংসে হয়! তাই নিয়ে এলাম জাভা ফোনেই একসাথে একাধিক এপ্লিকেশন চালানোরএকটি ট্রিকস !
 তবে, এটি PTT(Push toTalk Switch)এর উপর নির্ভরশীল।তাই, কেবল PTT(Push to Talk Switch) যুক্ত জাভা ডিভাইসেই এই ট্রিকস খাটানো যাবে।
সাধারনত নোকিয়া মোবাইল গুলোতে PTT(Push toTalk Switch) থাকে ।
প্রথমে, আপনার PTT সেটিংস ঠিক করে নিতে হবে।
১)নিচের নির্দেশনা অনুসরন করুনঃ Goto Menu->Push to Talk(PTT) ->Push to talk Settings->Push to talk default function->Choose Open Phonebook or Contacts
এখন যেকোন এপ্লিকেশন অপেন করুন, যেমন Opera Mini.

কল আসার পূর্বেই জেনে নিন আপনার মোবাইল এ কল আসছে!!!

প্রথমে আপনার মোবাইলের Menu অপশনে যেতে হবে তারপর Setting এ গিয়ে Connectivity তে যেতে হবে । তারপর  Packet data তে যান । Packet data connection থেকে always online সিলেক্ট করুন |
এখন আপনার মোবাইলের স্ক্রীন এর উপরে

মোবাইল কেনার আগে জেনে নিন বাংলাদেশে মোবাইল এর বর্তমান দাম

মোবাইল কেনার আগে আপনি ইন্টারনেট থেকে জেনে নিতে পারেন বাংলাদেশে সকল মোবাইল এর বর্তমান দাম-দর । এর জন্য আপনাকে যেতে হবে মোবাইল মায়া নামে সাইট টিতে ।
মোবাই্ল গুলোর বাংলাদেশী সাম্প্রতিক মার্কেটপ্রাইস গুলো জানা যায় সাথে সাথে মোবাইলের ফিচারগুলোও দেখা যায়। আপনি মোবাইল গুলোর সম্পর্কে রিভিউ পাবেন ।